প্রিয়বন্ধন’৮৯ চসিক মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজের ১৯৮৯ ব্যাচের সংগঠন প্রিয়বন্ধন’৮৯ এর বৃত্তি প্রদান অনুষ্ঠান গতকাল শনিবার সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিক মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহেদুল কবির চৌধুরী।
উপস্থিত ছিলেন প্রিয়বন্ধন’৮৯ সংগঠনের জহির উদ্দিন চৌধুরী বাবর, হেলাল উদ্দিন চৌধুরী, আদিল হাসনাত চৌধুরী, মো. সাইফুল কবির, দেবাশীষ সেন দেবু, এস.এম. নুরুল আবছার রিটু, মনজুর মোরশেদ মজুমদার শাহিন, খোকন ভৌমিক, অভিজিৎ বিশ্বাস, সঞ্জিব বনিক ও সরওয়ার কায়সার। অনুষ্ঠানে পাঁচ জন অস্বচ্ছল ও মেধাবী ছাত্রকে বৃত্তি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।