সত্যের বিরুদ্ধে এবং মুমিনদের হৃদয়ের উপর চরম আঘাত হলো প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.) এর শানে অবমাননা ও বেয়াদবি ধৃষ্টতা। মানবতার মুক্তিদাতা ও সকল কল্যাণের উৎস রাসুলের বিরুদ্ধে সকল অবমাননা সত্য ও মানবতার বিরুদ্ধে যুদ্ধ করার শামিল। প্রিয়নবীর শানে অবমাননার ধৃষ্টতা প্রতিহত করতে হবে। ফ্রান্সের চার্লি এবদো পত্রিকায় রাসুলের (স.) ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা আরও বলেন, বিভিন্ন ইসলাম ও মানবতাবিরোধী অপশক্তি শানে রেসালাতের বিরুদ্ধে বেয়াদবি ও অবমাননা করে চলছে। এসব বন্ধ করতে সারা বিশ্বে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে। শানে রেসালাতের বিরুদ্ধে ধৃষ্টতা, বিভিন্ন স্থানে মুসলিম ও ঈমানী কর্মসূচিতে হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আল্লামা শাহ্ আরেফ সারতাজ। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা এমদাদুল হক সায়ীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা শেখ নঈম উদ্দিন, আল্লামা হাফেজ ইলিয়াস শাহ, আল্লামা মাওলানা রেজাউল মোস্তফা কায়সার, নিজাম উদ্দিন, সাবিনা খাতুন, মাওলানা খুরশিদুল ইসলাম, কামরুল আলম, আবদুল বারেক, আজিজ মাবরুর, নাফিজ মোবারক, ইরফানুল হক, গিয়াস উদ্দিন, আবদুল আজিজ, লুৎফর রহমান ও আবু বক্কর আমান প্রমুখ। প্রেম বিজ্ঞপ্তি।