মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানীর (মা.জি.আ.) ৫৪ তম খোশরোজ শরীফ নানা আনুষ্ঠানিকতা এবং দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরি মুনাজাতের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার মাইজভাণ্ডার দরবার শরীফে উদ্যাপিত হয়েছে। খোশরোজ মাহফিলে সভাপতির বক্তব্যে শাহসূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেন, মাইজভাণ্ডারী মহাত্মাদের জীবন মিশনই হলো দ্বীন প্রচার ও মানবকল্যাণ। আল্লাহ পাকের নৈকট্য, প্রিয়নবী (দ.) ও আউলিয়ায়ে কেরামের সন্তুষ্টি অর্জনে যাবতীয় প্রতিকূলতা মোকাবিলা করে দ্বীনের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকতে হবে। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের সভাপতি শাহ্জাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী, কার্যকরী সভাপতি শাহ্জাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন, সিনিয়র সহসভাপতি শাহ্জাদা সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন। আলোচক ছিলেন সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী, অ্যাডভোকেট ওয়াজ উদ্দীন মিয়া, কবীর চৌধুরী, খলিফা আলমগীর খান মাইজভাণ্ডারী, মাওলানা রুহুল আমীন ভুঁইয়া চাঁদপুরী, শাহ্ মোহাম্মদ ইব্রাহিম মিয়া মাইজভাণ্ডারী, খলিফা বোরহান উদ্দীন, কাজী শহীদুল্লাহ, খলিফা সাইফুল ইসলাম, খলিফা মনির হোসেন প্রমুখ। মিলাদ কিয়াম শেষে আখেরি মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)। প্রেস বিজ্ঞপ্তি।