‘প্রিয়তমা’ দেখে কাঁদলেন শাকিব

| বৃহস্পতিবার , ৩ আগস্ট, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

চিত্রনায়ক শাকিব খানের চোখে অশ্রু। শুভানুধ্যায়ীরা ঘিরে ধরে যখন ছবি তুলছিলেন, তখন মুচকি হাসলেন ঢাকাই সিনেমার এই সুপারস্টার। ‘প্রিয়তমা’ সিনেমার নির্মাতা হিমেল আশরাফের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেল এমন দৃশ্য। ভিডিওটি শেয়ার করে একটি পোস্টও লিখেছেন হিমেল আশরাফ। সেখানে শাকিব খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, বলেছেন আজীবন ঋণী থাকবেন। খবর বিডিনিউজের।

তারপর থেকে আজ পর্যন্ত আমাকে মিডিয়াতে ছোট করে হলেও বাঁচিয়ে রেখেছিলেন শাকিব খান। আমি দেশে উপস্থিত ছিলাম না, এরপরেও তার প্রায় প্রতিটা সিনেমার অনুষ্ঠানে তিনি আমার কথা বলতেন, আমার নাম বলতেন। গেল কোরবানির ঈদে দেশের ১০৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান ও কলকাতার ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’। হিমেল আশরাফের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাসে বসে ‘প্রিয়তমা’ দেখেন শাকিব।

সেখানে তারকা দম্পতি হিল্লোলনওশিনসহ বেশ কয়েকজন বাঙালিও শাকিবহিমেলদের সঙ্গে ‘প্রিয়তমা’ দেখেছেন। তাদের মধ্যে কেউ শাকিবকে ইঙ্গিত করে বলছেন, ‘চোখে পানি কেন?’ কত বছর পর এলেন সিনেমা হলে? পাশ থেকে আরেকজন বলছেন, আমেরিকায় ফার্স্টটাইম’। কিন্তু উত্তরে কিছুই বলেননি শাকিব, কেবল মুচকি হেসেছেন। শাকিবের নীরবতাও অনেক কিছু বলে গেল মন্তব্য করে হিমেল আশরাফ বলেন, আজ প্রিয়তমা দেখার শেষে তার ভেজা চোখে চোখ পড়তেই আমাকে দেখে হেসে আমার কাঁধে হাত রেখে কিছু না বলেও যেন কত কিছু বললেন।

পূর্ববর্তী নিবন্ধঅংশু ও রাফীর হাতে টিএম ফিল্মসের দুই সিনেমা
পরবর্তী নিবন্ধদেবদাস ও লগান সিনেমার শিল্প নির্দেশকের ‘আত্মহত্যা’