প্রিয়জন

মল্লিকা বড়ুয়া | বৃহস্পতিবার , ২৪ নভেম্বর, ২০২২ at ১০:০৫ পূর্বাহ্ণ

তোমায় নিয়ে কত স্বপ্ন
সামনে এলই চুপ
তোমার সাথে বলতে কথা
ইচ্ছে করে খুব।

কম কথার ফুলঝুড়িতে
সাজিয়ে রাখি ডালা
স্বপ্ন আমার স্বপ্নে থাকে
হয় না গাঁথা মালা।

তুমি আমার সেই প্রিয়জন
কল্পনাতে বাস
বাস্তবতা দূর আকাশে
ভরসা দূরভাস।

পূর্ববর্তী নিবন্ধভুলে যাও
পরবর্তী নিবন্ধরহস্যের গন্ধ