প্রিয় স্বাধীনতা

বিভাস গুহ | শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ at ৮:০৫ পূর্বাহ্ণ

যুদ্ধে গেল বীর জনতা

মুক্ত করতে দেশ

শক্তি সাহস বুকে তাঁদের

নেইকো ভয়ের রেশ।

দীর্ঘ ন’মাস যুদ্ধ শেষে

পাক বাহিনী কাৎ

কেটে গেলো অধীনতার

আঁধার কালো রাত।

গায় যে সুরে বনের পাখি

কী যে আকুলতা

রক্ত দিয়ে কেনা আমার

প্রিয় স্বাধীনতা।

মুক্ত আকাশ মুক্ত বাতাস

মুক্ত ভোরের পাখি

মনের সুখে উড়ে বেড়ায়

কিচিরমিচির ডাকি।

পূর্ববর্তী নিবন্ধদেশ রক্ষায় ঐক্যবদ্ধ থাকি সকলে
পরবর্তী নিবন্ধজ্ঞানসাগর দুরবীন শাহ’র একটি গান ও সাধনতত্ত্ব