সুকুমার বড়ুয়ার গ্রাম বিনাজুড়ি
নামকরা ছড়াকার মন যায় উড়ি।
সারাদেশে কত কত নাম আছে তার
সেরাদের সেরা তিনি সেরা ছড়াকার।
সুকুমার বড়ুয়াকে কে না বলো চেনে
ছড়া লেখো ছড়া শেখো সুকুমার জেনে।
সুকুমার মানে হলো ছড়া জাদুকর
সুকুমার প্রিয়জন ছড়া ঝরঝর।
ফুরেফুরে চনমনে মজাদার ছড়া
মন কাড়ে তাঁর ছড়া হয় যদি পড়া।
ছড়াকার রাজ্যের সুকুমার রাজা
তাঁর ছড়া অপরূপ যেন তরতাজা।