প্রিয় নবীর প্রেম

শিরিন আফরোজ | বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:১৩ পূর্বাহ্ণ

মক্কার আলো নবী, তুমি মদিনার আলো

সৃষ্টির আলো তুমি, তোমায় বাসি ভালো।

মদিনার মাটির কোলে আছো তুমি শুয়ে

শত কোটি সালাম তোমায়, অন্তর নুয়ে।

তোমাতে প্রেম আমার, অসীম ভালোবাসা

তোমার প্রেমে রবে মন, জীবনে মরণে আশা।

কত প্রেম নবী গো! আমার আল্লাহ জানে

প্রাণের চেয়েও প্রিয় তুমি এই বিশ্ব ভুবনে।

আল্লাহর হাবীব তুমি, সকলের প্রিয় নবী

পবিত্র ফুল তুমি, ভালোবাসার রবি।

পূর্ববর্তী নিবন্ধজন্ম তোমার ধন্য
পরবর্তী নিবন্ধসালাম প্রিয় বিশ্ব নবী