সত্যের পথে আজাদী তুমি নির্ভীক সৈনিক
সত্যনিষ্ঠ মানুষের তাই তুমি প্রিয় দৈনিক।
যদি অনাচার, অসঙ্গতি তুমি দেখো পথচলায়
তুমি হও দৃঢ় প্রতিবাদী, থাকো অনড় সত্য বলায়।
তুমি ভালোবাসো মানুষের মত প্রকাশের স্বাধীনতা
তোমার প্রশ্রয় পায় না কখনো অশোভন রীতি–প্রথা।
বস্তুনিষ্ঠ সংবাদে জয় করেছো পাঠক মনন
দিনের শুরুতে বেজে ওঠে বুকে তোমার প্রীতির রণন।
স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিকের সম্মান–
অর্জন করে রেখেছো তুমি বহুবিধ অবদান।
আজাদী তুমি কতো লেখকের হলে মূল–বুনিয়াদ
তাদের কীর্তি–কাহিনিতে তুমি পড়বে না কভু বাদ।
আজাদী, আজাদী, নিজেকে কখনো
ভাবিওনা একা রিক্ত
সকল শ্রেণির প্রীতি–মমতাতে তুমি আজ অভিষিক্ত।
ছিন্ন হবে না তোমার আমার সুনিবিড় প্রীতিবন্ধন
প্রিয় দৈনিক আজাদী তোমাকে জানাচ্ছি অভিনন্দন।