প্রিয়নবী ভ্রাতৃত্ববোধ, বৈষম্যহীনতা ও ন্যায়পরায়ণতার শিক্ষা দিয়েছেন

মিলাদুন্নবী (সা.) মাহফিলে সাইফুদ্দিন মাইজভাণ্ডারী

| রবিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৪৭ পূর্বাহ্ণ

আমির ভাণ্ডার দরবারে ১২ দিনব্যাপি ঈদে মিলাদুন্নবী ও খতমে সালাওয়াতে রাসূল (সা.) মাহফিল ২১ সেপ্টেম্বর ৬ষ্ঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এতে মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন আলে রাসুল, আওলাদে গাউসুল আজম মাইজভাণ্ডারী শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানী মাইজভাণ্ডারী। মঞ্চে উপবিষ্ট ছিলেন মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক আল্লামা সৈয়দ ফরিদুল আবছার আমির ভাণ্ডারী। প্রধান আকর্ষণ আল্লামা মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন আত তাহেরী।

আওলাদে আমির ভাণ্ডারীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহসুফি সৈয়দ শামুন রশীদ আমিরী, সৈয়দ শামসুদ্দোহা আমিরী, শাহসুফি সৈয়দ নুরুল হুদা আমিরী, শাহজাদা মাওলানা সৈয়দ মোকাররম আমিরী, শাহজাদা সৈয়দ সায়েম উল্লাহ আমিরী, শাহজাদা মাওলানা সৈয়দ নঈমুল মোস্তফা আমিরী, শাহজাদা সৈয়দ মোরশেদেজ্জমান আমিরী, শাহজাদা সৈয়দ মোস্তাকিম আমিরী, শাহজাদা সৈয়দ ইন্তেখাবুজ্জামান আমিরী, মুহাম্মদ সিয়াম আমিরী। বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র মুহাম্মদ আয়ুব বাবুল মেয়র, বোয়ালখালী পৌরসভা মেয়র মুহাম্মদ জহুরুল ইসলাম, সৈয়দ বাকের ফরহাদাবাদী, সৈয়দ সালাউদ্দিন মাহমুদ ফরহাদাবাদী, এম এ নাসির, মুহাম্মদ আব্দুল্লাহ রায়হান, মুহাম্মদ হুমায়ুন কবির, মুহাম্মদ আলমগীর, এম এন এ নাসির, মুহাম্মদ জহিরুল হক, মুহাম্মদ রফিকুল ইসলাম, মুহাম্মদ তৈয়বুর রহমান, মুহাম্মদ আব্দুল্লাহ আল নোমান, সৈয়দ হামেদ রেজা। বক্তব্য রাখেন শাহজাদা আল্লামা মুফতী মুহাম্মাদ আসহাব উদ্দিন, আল্লামা মোহাম্মদ ইসমাইল সিরাজী, আল্লামা মিসবাহু রহমান রফিকী, মাওলানা হাসান রেজা কাদেরী চিশতী। সঞ্চালনায় ছিলেন মাওলানা সৈয়দ মোদাচ্ছের রায়হান আমিরী। মিলাদ কিয়াম করেন শায়ের মুহাম্মদ মেরাজ রেজা কাদেরী। হামদ ও নাত পরিবেশন করেন হাফেজ মুহাম্মদ রুহুল হক রিয়াদ, শায়ের মুহাম্মদ মাসুদ পারভেজ, শায়ের মুহাম্মদ আব্দুল মান্নান। মাহফিলে সভাপতিত্ব করেন শাহসুফি মাওলানা সৈয়দ বদরুদ্দোজা আমিরী। এতে প্রধান অতিথি বিএসপি চেয়ারম্যান বলেন, বর্তমানে একশ্রেণির লোক ইসলামের মৌলিক আদর্শ থেকে বিচ্যুত হয়ে জঙ্গিবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। তাদের কারণে শান্তি সমপ্রীতির ধর্ম ইসলামকে নেতিবাচক ধারায় উপস্থাপন করা হচ্ছে। অথচ মহানবীর (.) সব কর্মের প্রধান উপজীব্য হল মানবতাবোধ, মানুষের মুক্তি ও কল্যাণ সাধন। তিনি শিক্ষা দিয়েছেন সাম্য মৈত্রী, ভ্রাতৃত্ববোধ, বৈষম্যহীনতা ও ন্যায়পরায়ণতার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাহে রবিউল আউয়ালে বিভিন্ন স্থানে র‌্যালি ও মিলাদ মাহফিল
পরবর্তী নিবন্ধইনামুল হক দানুর কবরে শিক্ষা উপমন্ত্রীর শ্রদ্ধা