‘প্রিয়তমা’র সাফল্যে পরিচালককে গাড়ি উপহার দিলেন প্রযোজক

| বুধবার , ২৩ আগস্ট, ২০২৩ at ১০:২৮ পূর্বাহ্ণ

গেল কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সফল হওয়ায় সিনেমাটির পরিচালক হিমেল আশরাফকে নতুন গাড়ি উপহার দিয়েছেন প্রযোজক আরশাদ আদনান। নির্মাতা হিমেল আশরাফ মঙ্গলবার ফেসবুকে গাড়ির একটি ছবি শেয়ার করে লেখেন, ধন্যবাদ আরশাদ আদনান ভাইয়া, প্রিয়তমার সাফল্যের জন্য ব্র্যান্ড নিউ গাড়িটি উপহারের জন্য। এমন দৃষ্টান্ত চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নতুন পথ দেখাবে বলেও মন্তব্য করছেন অনেকে। হিমেল আশরাফের পোস্টের নিচে কমেন্ট করে অভিনন্দন জানান অভিনয়শিল্পী, নির্মাতাসহ অনেকে। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান লেখেন, বিষয়টা অসাধারণ। খবর বিডিনিউজের।

নির্মাতা এস এ হক অলিক লেখেন, অভিনন্দন, দারুণ ব্যাপার। বন্ধন অটুট থাকুক। নির্মাতা সঞ্জয় সমাদ্দার লেখেন, পরিচালকদের জন্য এটি একটি উদাহরণ এবং অনুপ্রেরণা। অসাধারণ আরশাদ আদনান ভাই, অভিনন্দন হিমেল ভাই। এছাড়া অভিনেতা নিরব, রাশেদ মামুন অপু, নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকসহ অনেকে কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে ‘প্রিয়তমা’ সিনেমাটি এখনও কয়েকটি প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে। এ সপ্তাহ থেকেই সিনেমাটি ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপেও দেখা যাচ্ছে। ১৮ টাকায় শুধুমাত্র বাংলাদেশের দর্শকরা বায়োস্কোপে সিনেমাটি দেখতে পারছেন বলেও জানান হিমেল।

গেল কোরবানির ঈদে দেশের ১০৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাকিব খান ও কলকাতার ইধিকা পাল অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। পরে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি দেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তি পায়।

পূর্ববর্তী নিবন্ধইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে মেট্রোপলিটন চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়
পরবর্তী নিবন্ধচমককে নিষিদ্ধের সিদ্ধান্তে একমত নয় শিল্পী সংঘ