অনিবার্য কারণ বশত: সিজেকেএস প্রিমিয়ার, ১ম বিভাগ, ২য় বিভাগ ও ৩য় বিভাগ ক্রিকেট লিগের সকল বিভাগের দলবদল পূর্ব নির্ধারিত ০২-০৬ জানুয়ারির পরিবর্তে ৪-৭ জানুয়ারি প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এম এ আজিজ স্টেডিযামে অনুষ্ঠিত হবে। লিগসমূহে অংশগ্রহণকারী দলসমূহকে নির্ধারিত তারিখ ও সময়ে দলবদল কার্যক্রম সম্পন্ন করার জন্য সিজেকেএস ক্রিকেট কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।