প্রিমিয়ার স্থাপত্য বিভাগ ১৫তম ব্যাচের থিসিস প্রজেক্টের জুরি

| সোমবার , ২৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:৩৭ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের ১৫তম ব্যাচের ফাইনাল ইয়ারের থিসিস প্রজেক্টের জুরি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দিনব্যাপী আয়োজিত এ জুরিতে শিক্ষার্থীদের একাডেমিক প্রজেক্ট অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ ও গঠনমূলকভাবে মূল্যায়ন করা হয়। এ ব্যাচ থেকে মোট ১৫ জন শিক্ষার্থী জুরিতে অংশগ্রহণ করেন।

জুরিতে এঙটার্নাল জুরার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট)-এর প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকএর অ্যাসোসিয়েট প্রফেসর স্থপতি জিয়াউল ইসলাম এবং সাউথইস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান ও প্রফেসর স্থপতি ড. মাসুদ উর রশিদ। এছাড়াও জুরার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড মেম্বার স্থপতি ফারুক আহমেদ (এফআইএবি) এবং আইএবি চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান স্থপতি ফজলে ইমরান চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের অ্যাডভাইজার প্রফেসর স্থপতি সোহেল এম. শাকুর, চেয়ারম্যান স্থপতি হোসেন মুরাদ, ১৫তম ব্যাচের স্টুডিও শিক্ষক কুহেলী চৌধুরী ও অন্যান্য শিক্ষকশিক্ষিকাবৃন্দ।

জুরির এক পর্যায়ে শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে গুরুত্বপূর্ণ সময় প্রদান করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির, প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল এবং রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। জুরি শেষে আমন্ত্রিত জুরারগণ শিক্ষার্থীদের কাজের মান ও উপস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং বিভাগটির একাডেমিক অগ্রগতির প্রশংসা করেন। তাঁরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

এ সময় উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির তার বক্তব্যে বলেন, স্থাপত্য শিক্ষা কেবল ভবন নির্মাণের জ্ঞান নয়; এটি সমাজ, সংস্কৃতি, পরিবেশ ও মানবিক মূল্যবোধের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত একটি সৃজনশীল ও দায়িত্বশীল পেশা। আজকের এই জুরি শিক্ষার্থীদের চিন্তাশক্তি, বিশ্লেষণী ক্ষমতা ও পেশাগত প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমি আনন্দের সঙ্গে লক্ষ্য করেছি যে, আমাদের শিক্ষার্থীরা স্থানীয় প্রেক্ষাপট, টেকসই উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব দিয়ে তাদের প্রকল্প উপস্থাপন করেছে। এটি নিঃসন্দেহে আমাদের শিক্ষকদের আন্তরিকতা ও বিভাগের একাডেমিক মানের প্রতিফলন। ভবিষ্যতে এই শিক্ষার্থীরাই দেশের স্থাপত্য ও নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেএই প্রত্যাশা আমি দৃঢ়ভাবে পোষণ করি।

পরিশেষে জুরারগণ সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বিভাগের চেয়ারম্যান স্থপতি হোসেন মুরাদ জুরারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিভাগের সার্বিক উন্নয়ন ও বিশেষ করে আইএবি অ্যাক্রেডিটেশন অর্জনে তাঁদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের ত্রৈমাসিক সভা
পরবর্তী নিবন্ধবিপিএল ছাড়লেন ওয়াকার ইউনুস, আসছেন ড্যারেন গফ