প্রিমিয়ার লিগে শুভ সূচনা ব্রাদার্সের

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২ অক্টোবর, ২০২১ at ৫:৪৪ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে শুভ সুচনা করেছে ব্রাদার্স ইউনিয়ন। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগে নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ১-০ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে পরাজিত করে। ম্যাচের প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। তবে ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল ব্রাদার্স। তবে গোল করার মত তেমন কোন সুযোগ সৃষ্টি করতে পারেনি। উল্টো প্রথমার্ধের ৪০ মিনিটে পিছিয়ে পড়তে পারতো ব্রাদার্স। নিজেদের অর্ধ থেকে উক্রমণে ডি বক্সের ভেতর থেকে দারুণ এক শট নিয়েছিলেন রেজাতুল। কিন্তু তার সে শট ফিরে আসে ক্রসবারে লেগে। আর সে যাত্রায় বেঁচে গিয়ে বিরতিতে যায় ব্রাদার্স ইউনিয়ন।
বিরতির পরও আক্রমণের ধারা অব্যাহত রাখে ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু গোল যেন সোনার হরিণ হয়েই ছিল। ব্রাদার্সের স্ট্রাইকারদের আক্রমণ গুলো গোলে পরিণত করতে পারছিলনা। প্রথম ম্যাচেই কি তাহলে পয়েন্ট হারাতে যাচ্ছে ব্রাদার্স ইউনিয়ন ? সে ভাবনা যখন পেয়ে বসেছিল সবার মধ্যে ঠিক তখনই খেলা শেষের দুই মিনিট আগে ব্রাদার্সকে উদ্ধার করেন মানিক। খেলার ৮৮ মিনিটে গোল করে দলকে জয় এনে দেন শাহাদাত হোসেন মানিক। ইমন মিয়ার ক্রস থেকে উড়ে আসা বলে দারুন এক শটে বল জালে পাঠিয়ে দেন মানিক। উল্লাসে মেতে উঠে ব্রাদার্স শিবির। আর এই গোলের সুবাধে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে শিরোপা প্রত্যাশি ব্রাদার্স ইউনিয়ন। গোল করে দলকে জয় এনে দেওয়া মানিক নির্বাচিত হন ম্যাচ সেরা। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মো: জাহাঙ্গীর। আজ লিগে কোন খেলা নেই। আগামীকাল বিকাল ৪টায় দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় মুখোমুখি হবে দুই অফিস দল কাস্টসম এসসি এবং বিসিআইসি ক্রীড়া সংসদ।

পূর্ববর্তী নিবন্ধসব উইকেটে ভালো করার প্রত্যয় নাসুমের
পরবর্তী নিবন্ধবিশ্বকাপের প্রস্তুতির জন্য আইপিএল ছাড়ছেন গেইল