প্রিমিয়ার লিগে ফিরেই তামিমের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৫ মার্চ, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

বাংলাদেশ দলের হয়ে সেঞ্চুরির দেখা নেই লম্বা একটা সময় ধরে। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে পুরোই ব্যতিক্রম তামিম ইকবাল। গত আসর যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন এবার শুরু করলেন তিনি। বাঁহাতি এই ওপেনার উপহার দিলেন টানা তিনটি শতক। ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে

 

প্রথম ম্যাচ খেলতে নামা তামিমের সেঞ্চুরিতে গতকাল শুক্রবার মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে হারায় প্রাইম ব্যাংক। প্রতিপক্ষকে ১৯৯ রানে গুটিয়ে দিয়ে ৪৭ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। আগের দিন সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ মাচটি খেলেছেন তামিম। এরপর গতকাল সকালে মাঠে নামেন ঢাকা প্রিমিয়ার লিগে তার দল প্রাইম ব্যাংকের পক্ষে। আর মাঠে নেমেই চমক।

দলের পক্ষে ইনিংস শুরু করতে নেমে ১০৯ রানে অপরাজিত থাকেন তামিম। ১২টি চারের সাহায্যে সাজানো ১৫৬ বলের ইনিংস খেলে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও। গত মৌসুমে লিগের শেষ দুই ম্যাচেও তিন অঙ্কের উষ্ণ স্বাদ পেয়েছিলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। সে হিসেবে এটি ঢাকা প্রিমিয়ার লিগে তার হ্যাটট্রিক সেঞ্চুরি।

পূর্ববর্তী নিবন্ধঅর্থবহ স্বাধীনতার প্রাসঙ্গিক ধারা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ