প্রিমিয়ার ইউনিভার্সিটি ও দামপাড়াস্থ ভবনে অবস্থিত ইউটিএস কলেজের এক মতবিনিময় সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির এবং ইউটিএস কলেজের এঙিকিউটিভ ডিরেক্টর (ফিউচার স্টুডেন্টস) পিটার হ্যারিসের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বিদ্যমান উচ্চশিক্ষা উন্নয়ন নিয়ে গঠনমূলক আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট (বেরি) ও ইউটিএস কলেজ বাংলাদেশের সিইও অ্যান্ড ফাউন্ডার ড. আরিফ জোবায়ের, ইউটিএস কলেজের কান্ট্রি হেড অ্যান্ড অ্যাম্বাসেডর নকীব খান, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, প্রোগ্রামের একাডেমিক ম্যানেজার ফারজানা ইয়াসমিন চৌধুরী এবং আইটি প্রোগ্রাম কো–অর্ডিনেটর নাজমা আকতার। সভায় ‘প্রিমিয়ার ইউনিভার্সিটি–ইউটিএস কলেজ বাংলাদেশ’ যৌথ প্রোগ্রামের শিক্ষাকার্যক্রম কীভাবে সম্প্রসারণ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আরও বিস্তৃত করা যায়, মেধাবী শিক্ষার্থীদের জন্য কীভাবে সহজ ও কার্যকর উপায়ে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করা যায় এবং ‘প্রিমিয়ার ইউনিভার্সিটি–ইউটিএস কলেজ বাংলাদেশ’ যৌথ প্রোগ্রামের একাডেমিক কার্যক্রম যুগোপযোগী করা বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন এবং ভবিষ্যতে একাডেমিক ও গবেষণা সহযোগিতা জোরদারের সম্ভাবনাও পর্যালোচনা করা হয়। সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, প্রিমিয়ার ইউনিভার্সিটি ও ইউটিএস কলেজ বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের আরও সহজ ও কার্যকর সুযোগ পাবে এবং এর মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের গুণগত উন্নয়ন ত্বরান্বিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।











