প্রিমিয়ার ইউনিভার্সিটির ১৮তম সিন্ডিকেট সভা গতকাল রোববার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে দপ্তর সম্পাদক ও রেমন্ড আরেংকে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে পুননির্বাচিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিন্ডিকেট সদস্য হিসেবে সংযুক্ত হন শিক্ষা উপমন্ত্রী ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও শিক্ষামন্ত্রণালয়ের যুগ্মসচিব সরোজ কুমার নাথ।
সভায় সিন্ডিকেট সদস্যদের মধ্য থেকে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপ–উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আকতার হোসেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগের চেয়ারম্যান অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ ইফতেখার মনির উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব রেজিস্ট্রার খুরশিদুর রহমান।
সভায় বিগত সিন্ডিকেট সভার কার্যবিবরণী অনুমোদন ও বিগত একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী অবহিত করা হয়। ১১ ডিসেম্বর ২০২২ তারিখে অনুুষ্ঠিত শৃঙ্খলা কমিটির সভার কার্যবিবরণী উপস্থাপন করা হয়। এছাড়া একাডেমিক অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।