প্রিমিয়ার ভার্সিটির সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগে ওরিয়েন্টেশন

| বুধবার , ১৫ অক্টোবর, ২০২৫ at ৫:৪৪ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগে বিএসএস ১৩তম ব্যাচের ওরিয়েন্টেশন গত ১২ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিভাগের কোঅর্ডিনেটর আবদুল্লাহ আল মোজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, ইভটিজিং প্রিভেনশন কমিটির সদস্য গাজী শাহাদাত হোসেন, লাইব্রেরিয়ান মো.কাউসার আলম ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক এয়াকুব আলী মানিক। উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকা সুলতানা চৌধুরী। বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদেরকে বলেন, সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগ একটি চমৎকার ও গুরুত্বপূর্ণ বিভাগ। ভবিষ্যতে উজ্জ্বল ক্যারিয়ার গঠনের জন্য তোমরা ইউনিভার্সিটির এই বিভাগে ভর্তি হয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছ। বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ ইফতেখার মনির বলেন, ইউনিভার্সিটির সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগে তোমাদের পড়াশুনার জন্য চমৎকার পরিবেশ রয়েছে। প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী বিশ্ববিদ্যালয়ের কোড অব কন্ডাক্ট নিয়ে কথা বলেন।ইভটিজিং প্রিভেনশন কমিটির সদস্য গাজী শাহাদাত হোসেন যৌন হয়রানি প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করেন। বক্তব্য রাখেন লাইব্রেরিয়ান মো. কাউসার আলম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক এয়াকুব আলী মানিক ও ১৩তম ব্যাচের অ্যাডভাইজার সহকারী অধ্যাপক সাদিকা সুলতানা চৌধুরী।

সমাপনী বক্তব্যে বিভাগের কোঅর্ডিনেটর আবদুল্লাহ আল মোজাহিদ নবীন শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ করার আহ্বান জানান।অনুষ্ঠানে সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের শিক্ষকশিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটি থাইরয়েড ক্যান্সার প্রতিরোধে সচেতনতা সভা
পরবর্তী নিবন্ধবাসযোগ্য নগর প্রতিষ্ঠায় নতুন প্রজন্মের বহুমাত্রিক প্রয়াস প্রশংসাযোগ্য