প্রিমিয়ার ভার্সিটির সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের মাঠ পর্যায়ের সমীক্ষা সম্পন্ন

| মঙ্গলবার , ২২ নভেম্বর, ২০২২ at ১০:০৫ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্যোশিওলজি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিভাগের রিসার্চ মেথডোলজি কোর্সের শিক্ষার্থীদের ‘স্যোশিও-ইকোনোমিক কন্ডিশন অব দ্য টি প্ল্যান্টেশন ওয়ার্কার ইন চিটাগাং’ নামে মাঠ পর্যায়ের সমীক্ষা সম্প্রতি সম্পন্ন হয়েছে। রামগড়ের চা-বাগানের শ্রমিকদের উপর এই সমীক্ষা সম্পন্ন হয়।

রিসার্চ মেথডোলজি কোর্সের ইন্সট্রাক্টর ড. সাদিকা সুলতানা চৌধুরীর তত্ত্বাবধানে শিক্ষার্থীরা কেস স্টাডি পদ্ধতিতে চা-শ্রমিকদের কাছ থেকে তাদের সম্পর্কে তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। তারা প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে চা-শ্রমিকদের আর্থ-সামাজিক অবস্থান সম্পর্কিত গবেষণা প্রতিবেদন জমা দেন। সমীক্ষায় উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক তানিয়াহ্‌ মাহমুদা তিন্নি ও অর্পা পাল।

রিসার্চ মেথডোলজি কোর্সের শিক্ষার্থীরা এই সমীক্ষা পরিচালনার আগে উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি বলেন, সমাজবিজ্ঞান ও টেকসই উন্নয়ন বিভাগের শিক্ষার্থীদের জন্য সমাজই হলো গবেষণাগার।

সমীক্ষার মাধ্যমে আজকের বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি এবং ব্যক্তিপর্যায়ে ব্যক্তির অগ্রগতি কীভাবে এগিয়ে নেওয়া যায় এবং তা ধরে রাখা ও প্রবহমান রাখা যায়, সেই বিষয়ে গবেষণা করতে হবে। কারন, কেবল অগ্রগতি হলেই হয়না, তা ধরে রাখা বা সাসটেইন করাও বড় সমস্যা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআলীকদমে ডাম্পার গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধরাউজান পৌরসভায় প্রতিটি ওয়ার্ডে ডাস্টবিন উদ্বোধন