প্রিমিয়ার ভার্সিটির ব্যবসা প্রশাসন বিভাগে কর্মশালা

| শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৩৬ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসা-প্রশাসন বিভাগের উদ্যোগে আউটকাম বেইজড কারিকুলাম প্রণয়নের লক্ষ্যে ইউনিভার্সিটির দামপাড়া ভবনে ‘হাউ টু রাইট কোর্স লার্নিং আউটকামস’ শীর্ষক এক কর্মশালা ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ট্রেজারার ও ব্যবসা-শিক্ষা অনুষদের সমন্বয়কারী প্রফেসর একেএম তফজল হক। তিনি কর্মশালার উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি কিভাবে ব্যবসা-শিক্ষার সিলেবাসকে যুগোপযোগী করার ক্ষেত্রে আউটকাম বেইজড কারিকুলাম পদ্ধতি ভূমিকা রাখতে পারে তা ব্যাখ্যা করেন। তিনি এর প্রয়োজনীয়তা সকল শিক্ষককে উপলব্ধি করার পরামর্শ দেন এবং এই বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন।
কর্মশালা পরিচালনা করেন ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন মোহাম্মদ মঈনুল হক।কর্মশালায় বিভাগের সকল শিক্ষক অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানুষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের উন্নয়নে সেবা সংস্থাগুলোকে বাস্তবমুখী পদক্ষেপের আহ্বান