প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের আয়োজনে ‘ফ্রি হ্যান্ড ফিগার ইলাসট্রেশন’ শীর্ষক ২দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠান গত ৩ ডিসেম্বর দামপাড়াস্থ ভবনে অনুষ্ঠিত হয়। ২ দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ফ্যাশন ইলাস্ট্রেশনের কারিগরি দিক, সৃজনশীল অভিব্যক্তি এবং আধুনিক শিল্প–প্রয়োগ কৌশল সম্পর্কে হাতে–কলমে প্রশিক্ষণ লাভ করেন।
এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম এবং কর্মশালা পরিচালক ও ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইউনুস। স্বাগত বক্তা ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার দাশ। বিভাগের কোঅর্ডিনেটর কুহেলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের কর্মশালার গুরুত্ব তুলে ধরে বলেন, ফ্যাশন শুধু পোশাক তৈরির শিল্প নয়; এটি একটি ভাষা, যা দিয়ে মানব অভিব্যক্তির নানা রূপ পৃথিবীর সামনে উপস্থাপিত হয়। আজকের তরুণ প্রজন্ম বিশ্ব ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে প্রতিনিয়ত তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। তাদের হাতেই আগামী দিনের ফ্যাশন শিল্পের কাঠামো নির্মিত হবে। ফ্রি হ্যান্ড ফিগার ইলাসট্রেশন হচ্ছে সেই পথচলার ভিত্তিমূল। দক্ষতা, নন্দনবোধ এবং প্রযুক্তিকে একত্রিত করে নিজেদের সৃষ্টিশীল শক্তিকে আরও বিকশিত করতে পারলেই শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। প্রিমিয়ার ইউনিভার্সিটি সবসময়ই শিক্ষার্থীদের এই ধরনের সৃজনশীল একাডেমিক ও প্র্যাকটিক্যাল প্রশিক্ষণের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।
শিক্ষার্থী সাবিহা রাইসা ও জেনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রফেসর ড. মোহীত উল আলম রবীন্দ্রনাথের প্রসঙ্গ টেনে বলেন, ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি শুধু বাংলাদেশে নয়, এখন সারা পৃথিবীতে আছে। প্রিমিয়ার ইউনিভার্সিটির এই বিভাগের শিক্ষার্থীরা তার প্রাতিষ্ঠানিক সদস্য। তিনি বলেন, জীবন উপভোগের জন্য, বর্জনের জন্য নয়। এই বিষয়টা যদি এই বিভাগের শিক্ষার্থীরা উপলব্ধি করতে পারে, তবে এই বিভাগের শাস্ত্রীয় জ্ঞান তাদের কাজে আসবে; অন্যথায় ব্যর্থ হবে। প্রেস বিজ্ঞপ্তি।










