প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়া ভবনে ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের বিএ ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন গত ১৩ অক্টোবর অনুষ্ঠিত হয়। বিভাগের চেয়ারম্যান সঞ্জয় কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী, বিভাগটির সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও প্রভাষক এস এম তৌসিফ।
প্রফেসর ড. মোহীত উল আলম নবীন শিক্ষার্থীদের বলেন, এই বিভাগে তোমাদের অধ্যয়ন শুরু হলো। বিভাগটি আমাদের সমাজে নতুন। আগে আমরা ফ্যাশন ও ডিজাইন করতাম। কিন্তু এটা নিয়ে যে পড়াশুনা করা যায়, তা কারও চিন্তায় বা কল্পনায়ও ছিল না। এখন এই বিষয় নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলা হয়েছে। তিনি ফ্যাশন ডিজাইনকে সময়ের সঙ্গে পরিবর্তনশীল একটি বৈশিষ্ট্য বলে উল্লেখ করেন এবং নবীন শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। প্রেস বিজ্ঞপ্তি।