প্রিমিয়ার ভার্সিটির গণিত বিভাগে ওয়েবিনার

| মঙ্গলবার , ২৫ মে, ২০২১ at ৬:৫১ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত বিভাগের উদ্যোগে ‘প্লাজমা স্টেইট এন্ড ওয়েভ : এপ্লিকেশন উইথ ফান্ডামেন্টাল কনসেপ্ট’ শীর্ষক ওয়েবিনার গত ২৩ মে অনুষ্ঠিত হয়। সহকারী অধ্যাপক ড. হারাধন কুমার মহাজনের সভাপতিত্বে ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক শাহরিনা আক্তার। মূল প্রবন্ধে শাহরিনা আক্তার পদার্থের ৪র্থ অবস্থা প্লাজমার ধারণা, আমাদের চারপাশে প্লাজমার অস্তিত্ব, প্লাজমার বৈশিষ্ট্য ও প্রকারভেদ, ডিসট্রিবিউশন ফাংশন, প্লাজমা ওয়েভস এবং প্লাজমার প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, ১৯২৯ সালে সর্বপ্রথম প্লাজমার ধারণা প্রদান করেন আমেরিকান রসায়নবিদ আরভিং ল্যাঙ্গমুর। ওয়েবিনারে অংশ নেন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনিরসহ শিক্ষকবৃন্দ। মূল প্রবন্ধ উপস্থাপন শেষে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। গণিত বিভাগের প্রভাষক রাজীব কর্মকারের সঞ্চালনায় সমাপনী বক্তব্যে বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির অত্যন্ত যুগোপযোগী এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করায় আলোচক শাহরিনা আক্তারকে ধন্যবাদ জানান। ওয়েবিনারের সভাপতি ড. হারাধন কুমার মহাজনের বক্তব্যের মধ্যদিয়ে ওয়েবিনারের সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাঁচলাইশ থানা কমিউনিটি পুলিশিং বিটের মতবিনিময়
পরবর্তী নিবন্ধশিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি