প্রিমিয়ার ভার্সিটির উপাচার্য ও পাকিস্তানের হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

| শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ at ১০:৪০ পূর্বাহ্ণ

ঢাকার রেডিসন ব্লু হোটেলে গত ২৪ নভেম্বর সোমবার পাকিস্তান হাই কমিশন আয়োজিত ‘এডুকেশন এক্সপো’তে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির ও পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তান হাই কমিশনের আমন্ত্রণে উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির এডুকেশন এক্সপোতে যোগদান করেন।

সাক্ষাতে দুই দেশের উচ্চশিক্ষা খাতে সম্ভাব্য সহযোগিতা, গবেষণা বিনিময় এবং আন্তর্জাতিক একাডেমিক অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে প্রফেসর এস. এম. নছরুল কদির কিউএস র‌্যাংকিংয়ে অগ্রগামী পাকিস্তানের বিভিন্ন শীর্ষ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির একাডেমিক কোলাবোরেশন, যৌথ গবেষণা, শিক্ষকশিক্ষার্থী বিনিময় এবং স্কলারশিপ কর্মসূচি গ্রহণের বিষয়ে হাই কমিশনের সহযোগিতা কামনা করেন। হাই কমিশনার ইমরান হায়দার দ্বিপাক্ষিক একাডেমিক সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাকে স্বাগত জানান এবং ভবিষ্যতে দুই দেশের শিক্ষাখাতে যৌথ উদ্যোগ বৃদ্ধিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এই সাক্ষাৎ দুই দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার মধ্যে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রিমিয়ার ইউনিভার্সিটির অবস্থান সুদৃঢ় করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তি শিক্ষায় দক্ষ করে তুলতে আইটি ব্রিজের উদ্বোধন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-৯ আসনে বিএনপি নেতা সাইফুল আলমের গণসংযোগ ও রোড-শো