প্রিমিয়ার ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ও উল্কাসেমি ইন্টারন্যাশনালের সহযোগিতায় ‘ভিএলএসআই অ্যান্ড ইটস ফিউচার’ শীর্ষক ওয়েবিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিকের সভাপতিত্বে ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উল্কাসেমির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এইচআরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল হাসান। আলোচক ছিলেন উল্কাসেমির সিলিকন ইঞ্জিনিয়ারিং-এর ভাইস প্রেসিডেন্ট ড. তৌহিদুর রহমান ও বিজনেস ডেভেলপমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. মোজাম্মেল হোসেন।
আনোয়ারুল হাসান বলেন, ভিএলএসআই ডিজাইন ও আইসি ডিজাইন বর্তমান বিশ্বে একটি সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ সেক্টর। বাংলাদেশে এ বিষয় নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে। তিনি উল্লেখ করেন, উল্কাসেমি ২০০৭ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করলেও বিগত পাঁচ-ছয় বছর ধরে বাংলাদেশে তারা গবেষণা ও চিপ ডিজাইন চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, তাদের হাত ধরে স্যামসাং, অ্যাপলসহ বিশ্বের নামীদামি কোম্পানির চিপ ও আইসি ডিজাইন করা হয়েছে। যেহেতু বর্তমান বিশ্ব ও আগামীর বিশ্ব পুরোটাই আইটি, অটমেশন, বিগ ডাটা, মেশিন লার্নিং-এর উপর দিয়ে যাবে তাই চিপ ডিজাইনিং-এর ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি থাকবে না। ওয়েবিনারে উপস্থিত ছিলেন শিক্ষক মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না, তানিয়া নুর, একরামুল হক, মোহাম্মদ হেলাল উদ্দিন, সামিনা আলম, কল্লোল দে, আসিফ মোহাম্মদ সিদ্দিকী, রাহুল চৌধুরী, সরিৎ ধর, সৌমেন দত্ত, এম এ হাফিজ। এছাড়া ওয়েবিনারে যুক্ত হন বিভাগের ১৫০ জন ছাত্র-ছাত্রী। প্রেস বিজ্ঞপ্তি।