প্রিমিয়ার ভার্সিটির ইংরেজি বিভাগে ‘ট্রান্সলেশন স্টাডিজ’ শীর্ষক কর্মশালা

| বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ at ৯:৪৭ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড় ক্যাম্পাসে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের তত্ত্বাবধানে ও ডেল ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে ‘ট্রান্সলেশন স্টাডিজ’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে আলোচনা করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহীত উল আলম। তিনি তাঁর সেশনে শেক্সপিয়রের সাহিত্য অনুবাদের জটিলতা, কৌশল এবং এর সাংস্কৃতিক রূপান্তর বিষয়ে গভীর আলোকপাত করেন। তিনি বাংলা ভাষায় শেঙপিয়রের কাব্যিক ছন্দ এবং জটিল রূপক অক্ষুণ্ন রাখার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সার্থক অনুবাদ কেবল আক্ষরিক নয়, বরং মূল রচনার চেতনার পুনঃসৃষ্টি।

অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে আরও দুটি পৃথক সেশন পরিচালনা করেন সহযোগী অধ্যাপক শাহনাজ পারভীন সিঁথি এবং স্পেনের সেপ্রোটেকে কর্মরত সাজেদ উল আলম।

শাহনাজ পারভীন পাঠ্যপুস্তক অনুবাদের বাস্তব অভিজ্ঞতা থেকে অ্যাকাডেমিক অনুবাদের প্রায়োগিক দিকগুলো তুলে ধরেন। তিনি শিক্ষাগত অনুবাদের ক্ষেত্রে স্বচ্ছতা, নির্ভুলতা এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটের গুরুত্বের ওপর জোর দেন এবং শিক্ষার্থীদের সামনে বাস্তব উদাহরণ উপস্থাপন করেন।

সাজেদ উল আলম তাঁর বক্তব্যে সুইডিশ, ড্যানিশ ও স্প্যানিশ ভাষার বৈচিত্র্য এবং এসব ভাষার সাথে সংশ্লিষ্ট সাংস্কৃতিক ভিন্নতার দিকগুলো তুলে ধরেন। তিনি একজন প্রফেশনাল ইন্টারপ্রেটার হিসেবে তাঁর অভিজ্ঞতা উল্লেখ করে রিয়েলটাইম ইন্টারপ্রিটেশনের চাপপূর্ণ পরিবেশ সম্পর্কে ধারণা দেন। তিনি শিক্ষার্থীদের তুলনামূলক কম প্রচলিত ইউরোপীয় ভাষাগুলোতে দক্ষতা অর্জনে উৎসাহিত করেন, কারণ বিশ্বব্যাপী বহুভাষিক পেশাদারদের চাহিদা বাড়ছে।

কর্মশালার বিশেষ অতিথি হিসেবে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক সৈয়দ জসীম উদ্দীন সমাপনী বক্তব্য রাখেন। তিনি চট্টগ্রামের শিক্ষা, শিল্প, সাহিত্য, সংগীত ও সাংবাদিকতায় আলম পরিবারের অবদান উল্লেখ করে ডেল ল্যাঙ্গুয়েজ ক্লাবের সময়োপযোগী আয়োজনের প্রশংসা করে বলেন, ভাষাশিক্ষা ও অনুবাদচর্চা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। তিনি ক্লাবের সদস্যদের ভবিষ্যতে আরো বৈচিত্র্যময় অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ভাষাশিক্ষাকে এগিয়ে নিতে আহ্বান জানান। শেষে তিনি সহযোগী অধ্যাপক কোহিনুর আক্তার ও সঞ্চালনায় থাকা দুই শিক্ষার্থী রাজিয়া সুলতানা ও দীনেশ ত্রিপুরাসহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিস্ফোরক মামলা লোহাগাড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধহাইড্রোলিক হর্নে শব্দদূষণ, ১৪টি জব্দ ও জরিমানা