প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে সমপ্রতি এক পোস্টার প্রদর্শনীর আয়োজন করে এই বিভাগের এম এ প্রথম অধিবর্ষের শিক্ষার্থীরা। ডিসএবলিটি স্টাডিজ কোর্স–এর অন্তর্ভুক্ত পাঠের অংশ হিসেবে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা নিয়ে আয়োজনটি প্রদর্শন করে। ওসিডি, সেরিব্রাল পালসি, ক্রনিক ফ্যাটিগ ডিসঅর্ডার, অটিজম, ল্যুপাস, এম্পটি নেস্ট সিনড্রোম, ফুড এবিউজ, ইমপোস্টর সিনড্রোম, লার্নিং ডিসএবিলিটিসহ মোট আট প্রকার প্রতিবন্ধকতা, তাদের উপসর্গ, প্রতিকার, সচেতনতা বৃদ্ধি এবং তাদের সম্পর্কে প্রচলিত ধারণা নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। আয়োজন উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। উপস্থিত ছিলেন উপ–উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম। উপাচার্য শিক্ষার্থীদের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, এই ধরনের উদ্যোগ সমাজে সচেতনতা সৃষ্টি করে। তিনি আরো বলেন, সমাজে কেউ অক্ষম নয়, বরং একটু সুযোগ পেলেই এই ধরনের আপাতদৃষ্টিতে অক্ষম ব্যাক্তিরা সমাজের জন্য অনেক অবদান রাখতে পারেন। আজকের প্রদর্শনীর মাধ্যমে তার প্রকাশ ঘটেছে। প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা সম্ভাবনার দ্বার উন্মোচন করে আমাদের বিশেষ জনগোষ্ঠীর প্রতি আরো বেশি যত্নশীল হওয়ার তাগিদ দিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।