প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড় ক্যাম্পাসে ইংরেজি বিভাগের আয়োজনে ইংরেজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক সাদাত জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে মাসিক সাহিত্য সেমিনার। গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত সেমিনারে সহকারী অধ্যাপক গাজী শাহাদাৎ হোসাইন তাঁর ভাষাভিত্তিক গবেষণাপত্র ‘দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কন্টেন্ট ইন গ্রাফিটি : এ কেস অব চিটাগাং’ এবং সহকারী অধ্যাপক আবদুর রহিম তাঁর সাহিত্যভিত্তিক গবেষণাপত্র ‘ট্র্যাজেক্টরি অব দ্য মেকিং অব দ্য সাব অল্টার্ন থ্রু সাব অল্টার্নিটি, ডিসপ্লেসমেন্ট, কন্সাসনেস, এম্পাওয়ারমেন্ট অ্যান্ড রেসিস্টেন্স’ পাঠ করেন। আলোচক হিসেবে সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন এবং সহকারী অধ্যাপক কোহিনূর আখতার তাদের মতামত প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক দুহিতা চৌধুরী। সমসাময়িক দুটো অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখিত এই দুই গবেষণাপত্র নিয়ে আলোচনা করার সময় আলোচকদ্বয় উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের গবেষণা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। প্রেস বিজ্ঞপ্তি।