প্রিমিয়ার ভার্সিটির ইংরেজি বিভাগের সাহিত্য সেমিনার

| শুক্রবার , ১ এপ্রিল, ২০২২ at ৬:২৩ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের মাসিক সাহিত্য সেমিনার গত বুধবার কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলমের নেতৃত্বে এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ জসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান তাঁর গবেষণাপত্র ‘ভারবাল অটোনমি এন্ড সোশ্যাল সাব্যুগেশন: লিঙ্গুইস্টিকস পাওয়ার পলিটিক্স এন্ড রেটরিক ইন জেন অস্টেন’স প্রাইড এন্ড প্রেজুডিস’ এবং প্রভাষক জয়নব তাবাসসুম বানু তাঁর গবেষণাপত্র ‘ইন্টারনালাইজড রেসিজম ইন টনি মরিসন’স দ্যা ব্লুয়েস্ট আই’ উপস্থাপন করেন।
প্রভাষক দুহিতা চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক ছিলেন প্রফেসর ড. মোহীত উল আলম। আলোচক ছিলেন সহকারী অধ্যাপক শান্তনু দাশ ও সহকারী অধ্যাপক মোহাম্মদ সোলাইমান চৌধুরী। প্রফেসর ড. মোহীত উল আলম উপস্থাপিত গবেষণাপত্রগুলো সম্পর্কে তাঁর মতামত প্রদান করেন। সমকালীন সাহিত্যসমালোচনার অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখিত গবেষণাপত্রগুলো নিয়ে আলোচনা করার সময় প্রফেসর ড. মোহীত উল আলম উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের গবেষণা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। সভাপতি সৈয়দ জসীম উদ্দীনের সমাপনী বক্তব্যের মাধ্যমে সেমিনার সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতায় মুগ্ধতা
পরবর্তী নিবন্ধকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হলেন সৈয়দ আদিব