প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে‘অপ্রতিরোধ্য শেখ হাসিনা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে গতকাল বুধবার। এইদিনে দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষ্য করার মতো। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছেন,আলোকচিত্র প্রদর্শনীর সময়কাল কাল ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।