প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের এল.এল.বি. (অনার্স) প্রোগ্রামের স্প্রিং সেশনের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের হাজারি লেইনস্থ ভবনে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। ৭৫টি আসনের বিপরীতে প্রায় সাড়ে ৫শত শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। কোডিং পদ্ধতিতে লিখিত ও ভাইভা পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়। লিখিত ও ভাইভা পরীক্ষার ফলাফল এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ সমন্বয় করে আগামী ৩ ফেব্রুয়ারি চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
ভর্তি পরীক্ষা চলাকালে উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগ ইতোমধ্যে দেশের বিচারাঙ্গন ও আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এই বিভাগ থেকে ৩০ জনের অধিক বিচারকসহ উল্লেখযোগ্য সংখ্যক আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উন্নয়ন সংস্থার কর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত দক্ষ পেশাজীবী বেরিয়ে এসেছেন। তিনি পাঠ্যক্রম ও একাডেমিক অবকাঠামোর সার্বিক মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অঙ্গীকারের কথাও উল্লেখ করেন। পরিদর্শনকালে রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী, বিভাগের চেয়ারম্যান অনুপ কুমার বিশ্বাস এবং ডেপুটি রেজিস্ট্রার নাসরিন আক্তার উপস্থিত ছিলেন। অনুপ কুমার বিশ্বাস জানান, নতুন স্প্রিং ২০২৬ সেশনের ক্লাস আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। তিনি জানান, বিভাগে আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) কারিকুলাম অনুসরণ করে আধুনিক ও বাস্তবমুখী আইন শিক্ষা প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।












