প্রিমিয়ার ভার্সিটির আইন বিভাগে মানবাধিকার দিবস উদযাপন

| শুক্রবার , ১২ ডিসেম্বর, ২০২৫ at ১১:০১ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে গত ১০ ডিসেম্বর হাজারী লেইনস্থ ভবনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে মানবাধিকার দিবস বিষয়ক আলোচনা সভা, প্রদর্শনী বিতর্ক, পোস্টার প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিভাগের চেয়ারম্যান অনুপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অনুষদের ডিন তানজিনা আলম চৌধুরী। বক্তা ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক আহমদ রাজীব চৌধুরী, সঞ্জয় বিশ্বাস, হিল্লোল সাহা ও সহকারী অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ নোমান। প্রধান অতিথি বলেন, মানুষই মানবাধিকারের কথা বলে, আবার মানুষই মানবাধিকার লঙ্ঘন করে। বস্তুত পৃথিবীতে যতদিন মানবাধিকার লঙ্ঘন থাকবে, ততদিন মানবাধিকার আদায়ের জন্য আন্দোলন ও সংগ্রাম থাকবে। তিনি বলেন, আমাদের দেশে প্রতিনিয়ত অন্যায়অত্যাচারঅবিচারখুনধর্ষণরাহাজানি ঘটে থাকে, ঘটে থাকে এঙট্রাজুডিশিয়াল কিলিং। আহমদ রাজীব চৌধুরী বলেন, রাষ্ট্রব্যবস্থায় মানবাধিকারের চেতনা ছড়িয়ে পড়বে, আমরা সবাই যদি মানবাধিকার বাস্তবায়নে কাজ করি। সঞ্জয় বিশ্বাস বলেন, মানবাধিকার সংস্কৃতি বলতে প্রতিটি মানুষের মর্যাদা, স্বাধীনতা, নিরাপত্তা, ন্যায়বিচার, বৈচিত্র্যের প্রতি সম্মান এবং জবাবদিহিতা্তস্বাভাবিক ও প্রতিষ্ঠিত এক প্রাত্যহিক অভ্যাসে পরিণত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকৃষকদের কল্যাণে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ওয়াসায় কর্মরত কর্মচারীদের চাকরি স্থায়ী করার দাবিতে বিক্ষোভ