প্রমিয়ার ইউনিভার্সিটি আইন বিভাগের ৩৬তম ব্যাচের প্রায়োগিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ক্লিনিক্যাল লিগ্যাল প্রোগ্রামের অংশ হিসেবে এই বিভাগে ‘প্র্যাক্টিকাল নলেজ শেয়ারিং সেশন’ শীর্ষক কর্মশালা গত ২২ মার্চ অনুষ্ঠিত হয়। এতে রিসোর্স পার্সন ছিলেন জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চট্টগ্রাম) ফৌজুল আজিম। তিনি বলেন, আইনের শিক্ষার্থীদের বিচরণ সর্বত্র। তারা সমাজ বিনির্মাণে ভূমিকা পালন করে আসছে।কর্মশালায় উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী। সমন্বয় করেন বিভাগের শিক্ষক জাবেদ আরাফাত। প্রেস বিজ্ঞপ্তি।