প্রিমিয়ার ভার্সিটিতে লাইব্রেরি ওরিয়েন্টেশন প্রোগ্রাম

| সোমবার , ১ মে, ২০২৩ at ১০:১৫ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের উদ্যোগে স্নাতক প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য লাইব্রেরিওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সমপ্রতি অনুষ্ঠিত প্রোগ্রামে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারপারসন ফারজানা ইয়াসমিন চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে জ্ঞানার্জনে প্রযুক্তিবান্ধব তথ্যনির্ভর লাইব্রেরির গুরুত্বের কথা তুলে ধরেন। পরে লাইব্রেরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপগ্রন্থাগারিক মোহাম্মদ কাউসার আলম। তিনি বলেন, বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তির বিশ্ব। জ্ঞান সংগঠন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে গ্রন্থাগারসমূহের ধারণা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। মানবজ্ঞানকে সহজলভ্য করতে ডিজিটাল লাইরেরির বিকল্প নেই। তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটি কর্তৃক সাবস্ক্রাইবকৃত বিভিন্ন ইরিসোর্সের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন। তা ছাড়া লাইব্রেরি ক্যাটালগ, ইনস্টিটিউশনাল রিপোজিটরি এবং পৃথিবীর বিখ্যাত ইরিসোর্স ডাটাবেস থেকে কিভাবে জার্নাল, আর্টিকেল এবং ইবুক সার্চ করে ডাউনলোড করে ব্যবহার করতে হয় তা দেখিয়ে দেন। অনুষ্ঠানের শেষের দিকে তিনি ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ডিজিটাল পাঠপদ্ধতি ও জ্ঞান অন্বেষণ প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুফতি আলী আকবর
পরবর্তী নিবন্ধরাউজানে আইনগত সহায়তা দিবসের সভা ও র‌্যালি