প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইউনিভার্সিটির উদ্যোগে পাবলিক প্রকিউরমেন্টের উপর দ্বিতীয় ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট (পিপিএ) ও পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) বিষয়ক এই ওয়ার্কশপে রিসোর্স পার্সন ছিলেন চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।রিসোর্স পার্সন মোহাম্মদ আশরাফুল আমিন পিপিআর ও পিপিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি কারিগরি স্পেসিফিকেশন ও ব্যয় প্রাক্কলন প্রস্তুতকরণ, উন্মুক্ত দরপত্র পদ্ধতি, সীমিত দরপত্র পদ্ধতি, কোটেশন আহ্বান পদ্ধতি, কোটেশন প্রদানের অনুরোধ জ্ঞাপন পদ্ধতি, সরাসরি ক্রয় পদ্ধতি, ডাইরেক্ট ক্যাশ পার্চেজ, দুই পর্যায়বিশিষ্ট দরপত্র পদ্ধতি, একধাপ দুই খাম দরপত্র পদ্ধতি, গুণগত মান ও ব্যয়ভিত্তিক নির্বাচন পদ্ধতি প্রভৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ বিবরণ প্রদান করেন।
ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শিক্ষক–শিক্ষিকা ও কর্মকর্তা–কর্মচারীরা অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।