প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড় ক্যাম্পাসে ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীদের আগামী ২২ ও ২৩ জানুয়ারি দুদিনব্যাপী কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। এ সময় শিক্ষার্থীদের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।
ইউনিভার্সিটির যেসব শিক্ষার্থী গত ২২ ও ২৩ নভেম্বর কোভিড টিকার ১ম ডোজ গ্রহণ করেছেন তাদের আগামী ২২ ও ২৩ জানুয়ারি টিকাদান কর্মসূচিতে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণে ইচ্ছুক ইউনিভার্সিটির প্রত্যেক শিক্ষার্থীকে ১ম ডোজ নেওয়ার সময় সরবরাহকৃত টিকা কার্ড ও নিজ নিজ স্টুডেন্ট আইডি কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।