প্রিমিয়ার ভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মশালা

| শুক্রবার , ৪ আগস্ট, ২০২৩ at ৬:৫৩ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘ইলেকট্রিক্যাল এন্ড ফায়ার হ্যাজার্ডস প্রিভেনশন এন্ড রেসপন্স’ শীর্ষক এক কর্মশালা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। রিসোর্স পার্সন ছিলেন হাইরদারামনি বাংলাদেশকেনপার্ক এন্ড রিজেন্সির ম্যানেজারমেইনটেন্যান্স মোহাম্মদ আলআমিন এবং আরএমও সাসটেইনেবিলিটি কাউন্সিলের ইঞ্জিনিয়ার স্তাবক দাশ। উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাহিদ মো. আসিফ ইকবাল।

প্রধান অতিথি বলেন, আগুন সভ্যতার অগ্রগতিতে বিশাল ভূমিকা পালন করলেও অগ্নিকাণ্ড সভ্যতার জন্য বড়ো বিপদজ্জনক। বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন ভবন ও বাসগৃহ, শপিং কমপ্লেক্স এবং শিল্পকারখানা প্রভৃতিতে আগুন লেগে অনেক মানুষ মারা গেছে, অনেক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কর্মশালা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকশিক্ষিকা, কর্মকর্তাকর্মচারী ও ছাত্রছাত্রীদের আগুন থেকে নিরাপদ থাকার জন্য সচেতনতা সৃষ্টি করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিবিইউএফটির ফ্যাশন ডিজাইনিং বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ইউএনওর বিদায় সংবর্ধনা