প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ৪৪তম ব্যাচের উদ্যোগে আয়োজিত হয়েছে পোস্টার প্রদর্শনী ও শিক্ষার্থীদের লেখা ‘ ফ্লোরেস্টা’ গ্রন্থের মোড়ক উন্মোচন । গত ২৪ আগস্ট এই সৃজনশীল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি ইংরেজি বিভাগের ‘ইএনজি ২৪৩০: ইন্ট্রোডাকশন টু প্রোজ অ্যান্ড ড্রামা’ কোর্সের অংশ হিসেবে আয়োজিত হয়। কোর্স শিক্ষক সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নেন। প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহীত উল আলম এবং বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক সৈয়দ জসীম উদ্দীন।
শিক্ষার্থীরা তাদের কোর্সওয়ার্কের অংশ হিসেবে অনিতা দেশাইয়ের উপন্যাস ‘দ্য ভিলেজ বাই দ্য সি’, জর্জ বার্নার্ড শ’র নাটক ‘আর্মস অ্যান্ড দ্য ম্যান’ এবং ও’ হেনরির ছোটগল্প ‘দ্য গিফট অব দ্য ম্যাজাই’–এর ওপর ভিত্তি করে নিজেদের তৈরি করা পোস্টার উপস্থাপন করেন। তারা সেখানে সাহিত্যকর্মগুলোর বিভিন্ন দিক সম্পর্কে নিজেদের গভীর পাঠবিশ্লেষণ শৈল্পিকভাবে তুলে ধরেন। প্রধান অতিথি বলেন, আমি শিক্ষার্থী এবং শিক্ষকদের এই অসাধারণ আয়োজনের জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাই। প্রচলিত শ্রেণিকক্ষের বাইরে এসে সাহিত্যকে এমন গভীরভাবে আত্মস্থ করা এবং সেটিকে বই ও পোস্টারে দৃশ্যমান রূপ দেওয়া নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। এ ধরনের কাজ শুধুমাত্র শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানকেই সমৃদ্ধ করে না, বরং তাদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা এবং গবেষণা করার মানসিকতা তৈরি করে। প্রিমিয়ার ইউনিভার্সিটি সবসময় এ ধরনের সৃষ্টিশীল ও গবেষণাধর্মী কাজকে উৎসাহিত করে, যা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলবে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘ ফ্লোরেস্টা’ নামক একটি জার্নালের মোড়ক উন্মোচন। পর্তুগিজ ভাষায় ‘ ফ্লোরেস্টা’ শব্দের অর্থ বন। রঙিন ও ঝকঝকে গ্লসি পেপারে ছাপা প্রায় পঞ্চাশটি ভিন্ন ভিন্ন গাছ ও ফুলের সচিত্র বর্ণনাসমৃদ্ধ জার্নালটি তার প্রাণবন্ত রঙ ও শৈল্পিক উপস্থাপনার জন্য বিশেষভাবে প্রশংসিত হয়। জার্নালটি মূলত অনিতা দেশাইয়ের ‘দ্য ভিলেজ বাই দ্য সি’ উপন্যাসে উল্লেখ করা বিভিন্ন গাছ ও ফুলের একটি সংকলন, যেখানে শিক্ষার্থীরা উপন্যাসের প্রেক্ষাপটে এসবের বহুল প্রচলিত নাম, বৈজ্ঞানিক নাম এবং সাংস্কৃতিক ও বাণিজ্যিক তাৎপর্য তুলে ধরেছেন। উদাহরণস্বরূপ, জুঁই ফুলের সুগন্ধ এবং তা থেকে পারফিউম তৈরির বাণিজ্যিক গুরুত্বের মতো বিষয়গুলো জার্নালটিতে স্থান পেয়েছে। এসময় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর সাদাত জামান খান, ডিরেক্টরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ারের অ্যাডভাইজার ড. আবদুর রহিম, আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইটিএল) গাজী শাহাদাত হোসেন, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











