প্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত বিভাগে আন্তর্জাতিক গণিত দিবস উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। শুরুতে এবারের প্রতিপাদ্য বিষয়ের উপর বিভাগের শিক্ষার্থীদের তৈরী চারটি প্রজেক্ট ও প্রজেক্ট সমূহের উপর নির্মিত ডকুমেন্টারি প্রর্দশন করা হয়। শুরুতে মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুর্বণজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রধান অতিথি বলেন, গণিত একটি মৌলিক বিষয়। এটি ছাড়া বিজ্ঞানের অগ্রগতি সম্ভব নয়। প্রদর্শিত প্রজেক্টসমূহের উপর আলোচনার সূত্রপাত করে তিনি বলেন, মানবজীবনের প্রায় সকলক্ষেত্রে অপ্টিমাইজেশনের ব্যবহার একরকমের স্বভাবজাত হয়ে উঠেছে। ইকো সিস্টেমের প্রক্রিয়াগুলোর গাণিতিক রূপ, নাম্বারের ব্যবহারসহ প্রজেক্টসমূহের বাস্তবিক দিক নিয়ে তিনি আলোচনা করেন। নতুন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তোমরা এ বিভাগ থেকে ডিগ্রী অর্জন করে প্রত্যেকে অন্তত দশজন ক্ষুদে শিক্ষার্থীর মধ্যে গণিতের প্রেরণা তৈরী করে দিতে পারলে আমাদের সমাজে শিক্ষা ও গবেষণায় অভাবনীয় অগ্রগতি সাধিত হবে। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ. কে.এম তফজল হক বলেন, গণিত বিভাগ নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি গবেষণা এবং অন্যান্য অতিরিক্ত ও সহ-পাঠক্রমিক কার্যক্রম মানসম্মতভাবে পরিচালিত করে আসছে। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. গনেশ চন্দ্র রায় বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সম্পদের সীমাবদ্ধতা দূরীকরণে অপ্টিমাইজেশনের প্রসার লাভ করে। তিনি বিশুদ্ধ গণিত অধ্যয়নের প্রতি ছাত্রছাত্রীদেরকে আরো আগ্রহী হওয়ার জন্য আহবান জানান। বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনিরের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমেদ রাজীব চৌধুরী, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।