চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও মাওয়া গ্রুপ এর আর্থিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত মুজিব বর্ষ প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগের শিরোপা জিতেছে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। গত সোমবার রাতে সিজেকেএস জিমনেসিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ২-১ সেটে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিদ্বন্দ্বীতাপূর্ন ফাইনালে প্রথমে পুরুষ এককে জিতে এগিয়ে যায় নওজোয়ান। পরে পুরুষ দ্বৈত ইভেন্টে জিতে সমতা ফেরায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। শেষ পর্যন্ত পুরুষ এককের আরেকটি ইভেন্টে আর পেরে উঠেনি নওজোয়ান ক্লাব। শেষ ম্যাচে জিতে শিরোপা জিতে নেয় ব্রাদার্স ইউনিয়ন। আর আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে সন্তুষ্ট থাকতে হয় রানার্স আপ ট্রফি নিয়ে। এবারের ব্যাডমিন্টন লিগে দেশের সেরা সব তারকা খেলোয়াড়রা অংশ গ্রহণ করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান মাওয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলম ববি। সিজেকেএস যুগ্ম সম্পাদক ও ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সিজেকেএস নির্বাহী সদস্য ও ব্যাডমিন্টন কমিটির সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সাবেক সহ-সভাপতি মোজাম্মেল হক, সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, দিদারুল আলম চৌধুরী, এ.কে.এম. এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।