প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব ফেরত পেল চসিক

| বুধবার , ৩১ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়রকে চেয়ারম্যান (পদাধিকার বলে) করে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ৯ সদস্যের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ১৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর চিঠি দিয়ে ট্রাস্টি বোর্ড গঠনের সিদ্ধান্ত জানানো হয়। এর ফলে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বিশ্ববিদ্যালয়ের ‘বোর্ড অব ট্রাস্টিজ’র চেয়ারম্যান হলেন। অর্থাৎ তার নেতৃত্বে গঠিত বোর্ডের অধীন পরিচালিত হবে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে দীর্ঘ প্রায় ৯ বছর পর ‘বেদখল’ হওয়া বিশ্ববিদ্যালয়টির কর্তৃত্ব ফেরত পেল চসিক।

পূর্ববর্তী নিবন্ধইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন
পরবর্তী নিবন্ধদীর্ঘ ১৭ বছর পর স্বদেশে তারেক রহমান