প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

| বুধবার , ৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৪৩ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ঢাবি শাখা ছাত্র শিবিরের সভাপতির প্রার্থীতার বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এ সময় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম হৃদয় ও সাধারণ সম্পাদক তৌবিন মোহাম্মদ ইমরানসহ সি. সহসভাপতি শাহেদ হোসাইন বাবু, সহসভাপতি আবু বক্কর ছিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক শাওন আহমেদ, শাহারাত কবির তাশদীদ ও ফাহিম চৌধুরী প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের দায়িত্ব পালনকারী কার্যনির্বাহী কমিটির সভা
পরবর্তী নিবন্ধজনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপিই সরকার প্রতিষ্ঠা করবে