দুই মৌসুম শেষে প্রিমিয়ার ফুটবল লিগ আবার শুরু হচ্ছে চট্টগ্রামে। শেষবার এ লিগ অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে। এরপর ২০১৯ সাল পার হয়ে ২০২০ সালের মার্চে এ লিগ আবার শুরু হয়েছিল। কিন্তু করোনা মহামারীর প্রকোপে দুটি খেলা সম্পন্ন হওয়ার পর লিগ বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ। ফলে আর মাঠে গড়ায়নি প্রিমিয়ার ফুটবল লিগ। করোনা ধাক্কা কিছুটা সামলে উঠার পর কাল ২৭ সেপ্টেম্বর থেকে আবার নতুন করে শুরু হচ্ছে জিপিএইচ ইস্পাত সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লিগের আসর। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এ লিগের পৃষ্ঠপোষকতা করছে জিপিএইচ ইস্পাত লিমিটেড। প্রিমিয়ার ফুটবল লিগ শুরু উপলক্ষে গতকাল শনিবার সিজেকেএস কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিডিএফএ এর সাধারণ সম্পাদক আ.ন.ম. ওয়াহিদ দুলাল। তিনি জানান আগামীকাল সোমবার, বিকাল ৩.৩০ টায় চট্টগ্রাম এম.এ.আজিজ ষ্টেডিয়ামে লিগের উদ্বোধন করা হবে। উদ্বোধনী খেলায় অংশ নেবে ২০১৮ মৌসুমের চ্যাম্পিয়ন কাস্টমস স্পোর্টস ক্লাব এবং প্রিমিয়ার লিগে নতুন উন্নীত চট্টগ্রাম জেলা পুলিশ। লিগের উদ্বোধন করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিঃ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল।
এবারের প্রিমিয়ার লিগে মোট ১০টি দল অংশগ্রহণ করছে। দলসমূহ হলো: কাস্টমস এস.সি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ, কোয়ালিটি স্পোর্টস ক্লাব, চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, মাদারবাড়ী উদয়ন সংঘ, চ.ব.ক ক্রীড়া সমিতি, বি.সি.আই.সি ক্রীড়া সংসদ, চট্টগ্রাম জেলা পুলিশ। সরাসরি লিগ পদ্ধতিতে খেলাসমূহ অনুষ্ঠিত হবে। সর্বমোট ৪৫টি খেলা অনুষ্ঠিত হবে। এবারের লিগে প্রতিটি খেলা শেষে ম্যান অব দি ম্যাচের পুরস্কার প্রদান করা হবে। জাতীয় দলের অনেক খেলোয়াড়কেই এবার বিভিন্ন দলের হয়ে খেলতে দেখা যাবে বলে জানান আয়োজকরা। মাদারবাড়ী উদয়ন সংঘের পক্ষে খেলবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম এবং নাছির।
এছাড়া ব্রাদার্স ইউনিয়নের পক্ষে জাতীয় দলের শাখাওয়াত রনি এবং বি লিগের আলাউদ্দিন খেলবেন বলে জানা গেছে। এবার প্রিমিয়ার লিগের বাজেট নির্ধারণ করা হয়েছে ৮,০০,০০০ টাকা।
সিডিএফএ সভাপতি এস.এম. শহীদুল ইসলামের সভাপতিত্বে গতকালের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি এ.কে.এম. এহেছানুল হায়দর চৌধুরী (বাবুল), মো. হাফিজুর রহমান, সিডিএফএ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিডিএফএ কোষাধ্যক্ষ ও সিজেকেএস ফুটবল কমিটির সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সিডিএফএ এর নির্বাহী সদস্য কাজী মো. জসিম উদ্দিন, সিজেকেএস ফুটবল কমিটির যুগ্ম সম্পাদক আকতারুজ্জামান প্রমুখ।