চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে জয় পেয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সিমিত একাদশ। অপরদিকে হেরেই চলছে বিসিআইসি ক্রীড়া সংসদ। আজ রবিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচে বন্দর ক্রীড়া সিমিত ৪-২ গোলে পরাজিত করে বিসিআইসি ক্রীড়া সংসদকে।
খেলার ৯ মিনিটে হাসানুজ্জামানের গোলে এগিয়ে যায় বন্দর। ১১ মিনিটে হৃদয় গোল করে বিসিআইসিকে সমতায় ফেরায়। ১৪ মিনিটে আবারো হাসানুজ্জামানের গোলে এগিয়ে যায় বন্দর ক্রীড়া সমিতি। ৪৩ মিনিটে মেহেদী গোল করলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বন্দর ক্রীড়া সমিতি।
খেলার ৫২ মিনিটে আল আমিন গোল করে বন্দর ক্রীড়া সমিতিকে ৪-১ ব্যবধানে এগিয়ে দেন। খেলার ৫৫ মিনিটে বিসিআইসির পক্ষে আকাশ গোল করলে ৪-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বন্দর ক্রীড়া সমিতি।