জিপিএইচ ইস্পাত প্রিমিয়ার ফুটবল লিগে গতকাল সোমবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় শিরোপা প্রত্যাশী চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ১-০ গোলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশকে পরাজিত করে। খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ৩৬ মিনিটে ব্রাদার্স ইউনিয়ন গোল পায়। দলের সাজ্জাত হোসেনের ঠেলে দেয়া বলে বদলী খেলোয়াড় নাঈমউদ্দিন নয়ন শটে গোল করেন (১-০)। এ জয়ের ফলে ব্রাদার্স ইউনিয়ন ৫ খেলা শেষে ১৩ পয়েন্ট পেয়ে শীর্ষে উঠেছে। সমান খেলায় সিটি কর্পোরেশন একাদশ ৭ পয়েন্ট পেয়েছে। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ব্রাদার্স ইউনিয়নের খেলোয়াড় নঈম। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস নির্বাহী সদস্য মো. দিদারুল আলম। একই ভেন্যুতে দিনের দ্বিতীয় খেলায় কাস্টমস স্পোর্টস ক্লাব ১-০ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে পরাজিত করেছে। খেলার প্রথমার্ধে কেউ গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৯ মিনিটে বিজয়ী দলের আলী আকবর কানন গোল করেন। এ জয়ে কাস্টমস ৫ খেলা শেষে ৭ এবং মুক্তিযোদ্ধা সমান খেলায় ২ পয়েন্ট অর্জন করেছে। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কাস্টমস এস.সি’র খেলোয়াড় আলী আকবর কানন। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিডিএফএ নির্বাহী সদস্য ও সিজেকেএস কাউন্সিলর কাজী মো. জসিম উদ্দিন। এদিকে রোববার অনুষ্ঠিত খেলায় দুই অফিস দল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি এবং বিসিআইসি ক্রীড়া সংসদ পয়েন্ট ভাগাভাগি করেছে। এ দু’দলের খেলা ১-১ গোলে ড্র হয়। বন্দরের পক্ষে জিকো এবং বিসিআইসির আলী হোসেন গোল করেন। এদিনের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিসিআইসি ক্রীড়া সংসদের সুমন। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস নির্বাহী সদস্য নাসির মিঞা।