প্রিমিয়ার ক্রিকেটে রাইজিং-সিটি কর্পোরেশন পয়েন্ট ভাগাভাগি

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৩০ মার্চ, ২০২৩ at ১০:৪৯ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গতকাল বুধবার বৃষ্টির কারণে রাইজিং স্টার ক্লাব এবং সিটি কর্পোরেশন একাদশের খেলা শেষ হতে পারেনি। ফলে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাই ল’জ অনুযায়ী উভয় দল এক পয়েন্ট করে পেয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় টস জিতে প্রতিপক্ষ সিটি কর্পোরেশন একাদশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল রাইজিং স্টার ক্লাব। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে সিটি কর্পোরেশন একাদশ। দলের শাহাদাত বাবু সর্বোচ্চ ৭৩ রান করেন। এছাড়া মোরশেদ ৪৫ ও আবদুল্লাহ্‌ আল জাবেদ ৩১ রান করেন। রাইজিং স্টারের আকিব ৩টি, ওমর ফারুক ও তুহিন ২টি করে উইকেট দখল করেন।

জবাবে রাইজিং ষ্টার ক্লাব ব্যাট করতে নেমে বাবুর বলে তুহিন ব্যক্তিগত ২ রানে বোল্ড হয়ে যান। তবে ৪.২ ওভারে দলীয় ১২ রানের সময় ভারি বৃষ্টি আসলে খেলা আর মাঠে গড়ায়নি। এ সময় আলভি ৮ ও সুমন ০ রানে অপরাজিত ছিলেন। প্রিমিয়ার ক্রিকেটে আজকের খেলায় অংশ নেবে শহীদ শাহজাহান সংঘ এবং বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি।

পূর্ববর্তী নিবন্ধ১ম বিভাগ ক্রিকেট লিগে চসিক গ্রীনের জয়লাভ
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টির উইকেট শিকারে সাকিবের বিশ্বরেকর্ড