প্রিমিয়ার ক্রিকেটে তৃতীয় জয় ফ্রেন্ডস ক্লাবের

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৯ মার্চ, ২০২৩ at ৫:১৫ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ক্রিকেট লিগে তৃতীয় জয় পেল ফ্রেন্ডস ক্লাব। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফ্রেন্ডস ক্লাব ৩৩ রানে হারিয়েছে রাইজিং স্টার জুনিয়রকে। তিনশ রানের পাহাড় গড়েও জয় পেতে বেশ বেগ পেতে হয়েছে ফ্রেন্ডস ক্লাবকে। সকালে টসে জিতে ব্যাট করতে নামা ফ্রেন্ডস ক্লাবের দুই ওপেনার রবিন এবং ফারদিন খান দুর্দান্ত শুরু করেছিলেন। ১৭৬ রান যোগ করেন দু’জন। যা এবারের লিগে সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি। নিজের সেঞ্চুরি থেকে দুই রান দুরে থাকতে রান আউট হয়ে ফিরেন রবিন। ৬৯ বলে ১৩টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৯৮ রান করে ফিরেন রবিন।

৬ রান পর ফিরে আরেক ওপেনার ফারদিন খান। ৭৫ বলে ১৩টি চারের সাহায্যে ৭৪ রান করেন তিনি। এদুজন আউট হওয়ার পর রানের গতি কমে আসে ফ্রেন্ডস ক্লাবের। শেষ দিকে অধিনায়ক সাঈদ সরকারের ১৬ বলে ৩০ এবং ইকবাল বাহারের ৩২ রানের সুবাধে ৩০৬ রান করে ফ্রেন্ডস ক্লাব। এছাড়া শুভ ২১ এবং হিমেল করেন ১২ রান। রাইজিং স্টার জুনিয়রের পক্ষে ৩টি উইকেট নেন শরীফুল। ২টি করে উইকেট নিয়েছেন রাব্বি এবং বাবু। ৩০৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় রাইজিং স্টার জুনিয়র। ১৬ রানে প্রথম উইকেট হারানোর পর ৪৬ রানে হারায় ৩ উইকেট। তৃতীয় উইকেটে ৯০ রান যোগ করেন হৃদয় এবং বিজয়। ৪৪ রান করা বিজয় ফিরলে ভাঙ্গে এ জুটি। অছিয়রের সাথে ৩৭ রান যোগ করে ফিরেন হৃদয়। ফিরে আসার আগে তিনি করেন ৭৪ বলে ৬৩ রান। ১৭৩ রানে ৫ উইকেট হারানোর পর সহজ জয় পাচ্ছে ফ্রেন্ডস ক্লাব তেমনটাই যখন মনে করা হচ্ছিল তখনই শেষ দিকের ব্যাটারদের কল্যাণে ম্যাচটাকে জমিয়ে তোলে রাইজিং জুনিয়র। শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ২৭৩ রানে অল আউট হয় রাইজিং স্টার জুনিয়র। শেষ দিকে অছিয়র ২৮, শরীফুল ২৭, রাকিবুল ২৭ এবং রাজা করেন ৯ বলে ১৯ রান। তিনি একটি চার এবং ২টি ছক্কা মারেন। ফ্রেন্ডস ক্লাবের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন সাঈদ সরকার এবং ইমতিয়াজ উদ্দিন। আজকের খেলা : মোহামেডান এস সি বনাম রাইজিং স্টার ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধমার্কিন ক্ষেপণাস্ত্র স্যাটেলাইট নিয়ে উদ্বিগ্ন চীন
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ