প্রিমিয়ার ক্রিকেট লিগের শুরু থেকেই শিরোপা লড়াইয়ে ছিল। কিন্তু গতকাল দ্বিতীয় পরাজয়ে পিছিয়ে পড়ল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র লাল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থার কাছে হেরে গেছে মুক্তিযোদ্ধা। দলের বোলাররা দারুণ বোলিং করলেও ব্যাটারদের ব্যর্থতায় হার মানতে হলো মুক্তিযোদ্ধাকে।
এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২৮ রানে হারিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থা। এই পরাজয়ের ফলে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে মুক্তিযোদ্ধা। আর সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ট স্থানে বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থা। যথারীতি সবার শীর্ষে সবকটি ম্যাচে জেতা আবাহনী।
গতকাল টসে জিতে ব্যাট করতে নামা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থা ১৮ রানে হারায় প্রথম উইকেট। দ্বিতীয় উইকেটে নাজিম উদ্দিন সাব্বির এবং মামুন। তবে তাদের রানের গতি ছিল বেশ ধীর। এক পর্যায়ে ৮৯ রানে ৫ উইকেট হারায় বন্দর ক্রীড়া সমিতি। সেখান থেকে দলকে টানেন তারেক কামাল এবং রতন
দাশ। দুজন যোগ করেন ৪৬ রান। মূলত এ দুজনের ব্যাটে চড়ে ২০৪ রান সংগ্রহ করে বন্দর ক্রীড়া সংস্থা। দলের পক্ষে রতন দাশ ৬৪ বলে করেন ৫৭ রান। তারেক কামাল করেন ৬৮ বলে ৪৩ রান। এছাড়া নাজিম উদ্দিন সাব্বির ১২, সাব্বির হোসেন ১৭, মামুন ২৫, সজিব ১১ এবং আরিফ করেন ১৫ রান। মুক্তিযোদ্ধার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন মোরসালিন মুরাদ এবং ওবায়দুল্লাহ।
২০৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ইনিংসের তৃতীয় বলেই ফিরেন ইমরান হোসেন। এরপর ২৯ রানে যেতে নেই আরো তিন উইকেট। পঞ্চম উইকেটে ২৩ রানের জুটি গড়েন মোহাইমেন এবং ওবায়দুল্লাহ। ২৬ রান করে ফিরেন ওবায়দুল্লাহ। এরপর
একাই লড়াই করে যান মোহাইমেন। জাওয়াদ কিছুটা সঙ্গ দিয়েছিলেন তাকে। জাওয়াদের ব্যট থেকে আসে ২১ রান। এক পর্যায়ে চরম বিপর্যয়ে পড়া মুক্তিযোদ্ধাকে জয়ের পথে নিয়ে গিয়েছিলেন মোহাইমেন। কিন্তু শেষ পর্যন্ত সঙ্গীর অভাবে ১৭৬ রানে অল আউট হয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ১০৩ বলে
৭১ রানে অপরাজিত ছিলেন মোহাইমেন। বন্দর ক্রীড়া সংস্থার পক্ষে ৩৪ রানে ৫ উইকেট নিয়েছেন রতন দাশ। ২৮ রানে ৩টি উইকেট নিয়েছেন রিফাত।