প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা প্রত্যাশী পাইরেটস অব চিটাগাং এর বেহাল দশা শুরু থেকেই। লিগের তিন ম্যাচের দুটিতেই হারের তিক্ত স্বাদ পেতে হলো পাইরেটসকে। জয় দিয়ে লিগ শুরু করলেও পরের দুই ম্যাচে হেরে বসে পাইরেটস। আগের ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কাছে বিশাল পরাজয়ের পর গতকাল হারল সিটি কর্পোরেশন একাদশের কাছে। আগের ম্যাচে মুক্তিযোদ্ধা রানের পাহাড় গড়লেও গতকাল প্রতিপক্ষকে বাগে পেয়েও হারাতে পারল না পাইরেটস। ফলে শিরোপা জয়ের পথে বড় ধাক্কা খেল দলটি। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচে পাইরেটস অব চিটাগাংকে ৫৪ রানে হারিয়েছে সিটি কর্পোরেশন একাদশ। অথচ বোলাররা বেশ ভালই বেঁধে রেখেছিল সিটি কর্পোরেশনের ব্যাটারদের। কিন্তু পাইরেটসের ব্যাটাররা পারলনা তাদের দায়িত্ব পালন করতে।
টসে জিতে ব্যাট করতে নামা সিটি কর্পোরেশন একাদশ শুরুটা ভালো করতে পারেনি মোটেও। উদ্বোধনী জুটিতে ৩১ রান আসলেও নাইম, টিপু এবং ইফরানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিটি কর্পোরেশন। ১২৮ রানে ৮ উইকেট হারিয়ে যখন ধুকছিল সিটি কর্পোরেশন একাদশ তখন হাল ধরেন রনি চৌধুরী এবং বিশ্বনাথ হালদার। দুজন মিলে দলকে টেনে নিয়ে গেল ফাইটিং স্কোরের দিকে। এ দুজন অবিচ্ছিন্নভাবে ৮১ রান যোগ করে দলকে পৌছে দেয় ২০৯ রানে। রনি চৌধুরী অপরাজিত থাকেন ৫০ বলে ৩৭ রান করে। আর বিশ্বনাথ হালদার অপরাজিত থাকেন ৫৮ বলে ৪৮ রান করে। এর আগে দলের পক্ষে পিনাক ঘোষ ২৫, রোকন ২৫, আরিফুল ১৯, শাহাদাত ১২ রান করেন। পাইরেটস অব চিটাগাং এর পক্ষে ২৬ রানে ৩ উইকেট নেন টিপু সুলতান। ২টি করে উইকেট নিয়েছেন ইফরান হোসেন এবং নাঈম ইসলাম।
২১০ রানের লক্ষ্য। সে লক্ষ্য তাড়া করতে নেমে পাইরেটস প্রথম ওভারেই হারায় সৌরভকে। চতুর্থ ওভারে আরমান উল্লাহ যখন ফিরেন তখন দলের রান ৭। এরপর রুবেল, রাকিবুল হাসান, তাইবুর রহমান এবং আলিফ যখন ফিরেন তখণ পাইরেটসের সংগ্রহ ৬ উইকেটে ৫০ রান। এদের মধ্যে আলিফ কেবল দুই অংকের ঘরে যেতে পেরেছেন। তিনি করেন ১৪ রান। শতরান পার হতে পারবে কিনা দল তেমন যখন অবস্থা ঠিক তখনই হাল ধরেন নাঈম ইসলাম। ইফরানকে নিয়ে যোগ করেন ৪১ রান। ১৯ রান করে ফিরেন ইফরান। এরপর টিপু সুলতানকে নিয়ে আবারো দলকে এগিয়ে নিচ্ছিলেন নাঈম। যোগ করেন আরো ৫৬ রান। কিন্তু ২৬ রান করা টিপু সুলতান ফিরলে শুধু জুটিই ভাঙ্গেনি হরটাও নিশ্চিত হয়ে যায় পাইরেট্্সের। পরের ওভারে ফিরেন নাঈম আসলাম। তবে ফিরে আসার আগে ৯২ বলে করেন ৫১ রান। এরপর বেলারকে ফিরিয়ে সিটি কর্পোরেশন একাদশের জয় নিশ্চিত করে বিশ্বনাথ হালদার। ৫.২ ওভার বাকি থাকতে ১৫৫ রানে অল আউট হয় পাইরেট্্স অব চিটাগাং। সিটি কর্পোরেশন একাদশের পক্ষে ২৩ রানে ৩টি উইকেট নিয়েছেন বিশ্বনাথ হালদার। ২টি করে উইকেট নিয়েছেন শাহাদাত হোসেন এবং আবদুল মোহিদ। একটি করে উইকেট নিয়েছেন আরেফিন হোসেন এবং মনজুরুল আলম।