শিরোপার লক্ষ্যে দল গড়েও ছন্দহীন এক দলে পরিণত হয়েছে পাইরেটস অব চিটাগং। জয় দিয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু করলেও টানা তিন ম্যাচে হেরে লিগ শিরোপা জয়ের রেস থেকে এক রকম ছিটকে গেছে। তবে কঠিন সময় পেরিয়ে জয়ের ধারায় ফিরেছে পাইরেটস। পঞ্চম ম্যাচে এসে জয়ের দেখা পেল
দলটি। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাইরেটস অব চিটাগাং ১৪ রানে হারিয়েছে শহীদ শাহজাহান সংঘকে। লিগে পাঁচ ম্যাচে পাইরেটসের জয় দুইটি আর শহীদ শাহজাহান সংঘের জয় মাত্র একটি। অবশ্য গতকালের ম্যাচে পাইরেটসের বিপক্ষে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছিল শাহীদ শাহজাহান সংঘ। কিন্তু শেষ পর্যন্ত হারকেই সঙ্গী করে ফিরতে হয়েছে।
এম এ আজিজ স্টেডিয়ামে ৪৭ ওভারের ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে পাইরেটস অব চিটাগাং। ১৯ রানে হারায় প্রথম উইকেট। ফিরেন সৌরভ ২০ বলে ৪ রান করে। এরপর হোসাইন এবং সাদমান মিলে যোগ করেন ৩০ রান। ২০ বলে ২০ রান করে ফিরেন সাদমান। ৭১ রানের মাথায় ৩১ রান করা হোসাইন
ফিরলে জুটি বাধেন নাঈম ইসলাম এবং মাহমুদুল হাসান জয়। দুজন মিলে যোগ করেন ৭৫ রান। ৬৬ বলে ৪০ রান করা জয় ফিরলে ভাঙে এজুটি। এরপর ষষ্ঠ উইকেটে আলাউদ্দিন বাবুকে নিয়ে আরো একটি জুটি গড়েন নাঈম। এই জুটিতে আসে ৫৯ রান। পরপর দুই ওভারে ফিরেন এই দুজন। তারপরও এই দুজনের
ব্যাটে ভর করে ২২১ রান সংগ্রহ করে পাইরেটস অব চিটাগাং। নাঈম ফিরেন ৮৩ বলে ৬২ রান করে। তবে আলাউদ্দিন বাবু ছিলে মারমুখি। তিনি মাত্র ২১ বলে করেন ৪৪ রান। শহীদ শাহজাহান সংঘের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন আসাদুল্লাহ গালিব, রাতুল ইরফান এবং সাজ্জাদুর রহমান।
২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শহীদ শাহজাহান সংঘ। ১৩ রানে প্রথম উইকেট হারানোর পর ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে শাহজাহান সংঘ। সে অবস্থায় দলকে টেনে তোলার চেষ্টা করেন মুশফিকুর ইসলাম এবং আসাদুল্লাহ গালিব। দুজন মিলে যোগ করেন ৭৫ রান। এ জুটি যতক্ষণ ছিল ততক্ষণ ম্যাচে ছিল শাহজাহান সংঘ। এ জুটি ভাঙ্গার পর আর পরের ব্যাটাররা পারেনি দলকে টানতে। তারপরও
শেষ দিকে হুমায়ুন–রাতুলদের প্রচেষ্টায় জয়ের কাছাকছি চলে গিয়েছিল শাহজাহান সংঘ। কিন্তু থামতে হয় ২০৭ রানে। আর তাতেই তাদের সঙ্গী হয় চতুর্থ পরাজয়। দলের পক্ষে ৭২ বলে ৫৮ রান করেন মুশফিকুর ইসলাম। এছাড়া নিশাত ২১, নাঈম ১৩, গালিব ১৮, সাজ্জাদ ১৪, হুমায়ুন ২২ এবং রাতুল করেন ১২ রান। পাইরেটস অব চিটাগাং এর পক্ষে ২৫ রানে ৩ উইকেট নেন সাজিদ আবদুল্লাহ। ২টি উইকেট নিয়েছেন মোহাম্মেদ বেলাল।
আজকের খেলা ঃ রাইজিং স্টার ক্লাব বনাম ফ্রেন্ডস ক্লাব।